নিশ্বাসের ভাষা -জাফর ওবায়েদ‘এর কবিতা

0
267
জাফর ওবায়েদ

নিশ্বাসের ভাষা

জাফর ওবায়েদ

চলে তো যাবোই।
তোমার বুকের পাঁজরে খোদাই করে যাবো
ভালোবাসার অম্লান অক্ষর।
রক্তের শ্বেতকণার অন্ধকার মুছে দিয়ে
আলোর তুলিতে এঁকে দেবো সেতুবন্ধের ইতিহাস,
হারিয়ে যাবো না কোনদিন আর।

চলে তো যাবোই।
তার আগে স্মৃতির ফিতেয় ধারণ করে যাবো
চুড়ি ভাঙার অমূল্য তরঙ্গ তোলা শব্দভাঁড়ার।
সেফটিপিনের ব্যথা মগজে গেঁথে
খোপার ফুলে খোপ বানিয়ে দিয়ে যাবো,
যেখানে গড়বে বসত ইচ্ছের পাখিরা আমার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা
পরবর্তী নিবন্ধলালপুরে ইমারত শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে