জাহিদুল মাসুদের কয়েকটি কবিতা

0
394
masud

জাহিদুল মাসুদের কবিতা

পদ্য পাঠ

কিছু রঙ পড়ি, কিছু রোদ
কিছু জল পড়ি, কিছু স্রোত
কিছু মেঘ পড়ি, কিছু বৃষ্টি
কিছু দৃশ্য পড়ি খুব মিষ্টি
কিছু আকাশ পড়ি কিছু চাঁদ
কিছু সমুদ্র পড়ি,পূর্ণিমা রাত
কিছু কুয়াশা পড়ি কিছু শিশির
কিছু রাত পড়ি খুব নিবিড়
কিছু কৈশর পড়ি কিছু শৈশব
কিছু স্মৃতি করে খুব কলরব
কিছু ভোর পড়ি কিছু সন্ধ্যা
কিছু দিন হয় রজনীগন্ধা
কিছু ঠোঁট পড়ি কিছু হাসি
কিছু মুখ খুব ভালোবাসি।

কিছু চোখ পড়ি কিছু পড়ি মন
এই নিয়ে পদ্য হোক, হোক আলাপন।

সংকর জাতি

আমরা একদল মানুষ
হেঁটে হেঁটে নেমে যাচ্ছি চারণভূমির দিকে
যেখানে একদল পশু উবু হয়ে ঘাস খাচ্ছে
আমরা আমাদের উঁচু সড়ক থেকে নামতে নামতে
ক্রমাগত নেমে যাচ্ছি পশুদের দলে।

অথচ, কি আশ্চার্য!
আমাদের তবু পশু মনে হচ্ছে না
ঐ পশুদেরও আর পশু মনে হচ্ছে না
আমরা মিলেমিশে একাকার হয়ে
ভিন্ন এক সংকর জাতিতে পরিণত হচ্ছি।

দেয়াল

জীবিত মানুষ মৃত্যুকে চেনে না।
মৃত মানুষ জীবনকে ভুলে যায়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধতোমাকে ছুঁয়ে – মল্লিকা বড়ুয়া এর কবিতা
পরবর্তী নিবন্ধঅংক বাজার – সালেহীন বিপ্লব এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে