ঠিকানা আমার ধানমন্ডি ৩২ নম্বর -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
354
Nasima Akter Mukta Mukta

ঠিকানা আমার ধানমন্ডি ৩২ নম্বর

কবি নাসিমা হক মুক্তা

পিতা, কতখানি রসাতলে ডুবেছে দেশ
জানো না তুমি ?
কতশত কুলাঙ্গারে ছেয়ে গেছে স্বদেশ
দেখছো না তুমি
আরও কত কি ঘটছে নিত্য তার ইয়াত্তা নেই?

ঘরের আগুনে দেশের পিঠ ঠেকেছে
পরের বাড়ীতে অভিযোগ গেছে
সে কে জানো তুমি….
পিতা সেই তোমার গর্ভে আয়েস করে খায় আর ঘুমায়
সে তোমারই জল পান করে
তবুও কেন মিথ্যাচার করলো?

নিশ্চয় সে দালাল, কার অনুপ্রেরণা
কত ভাষণ দিলো, জটিলসংখ্যায়
কত কবিতা আবৃত্তি হলো তাকে নিয়ে
টানটান উত্তেজনায় কেউ কেউ বলেছে
সে আর এই পবিত্র মাঠিতে ফিরতে পারবে না…

যাক, আমিই বা কেন এতো ত্রিপিটক পাঠ করছি ?
কারণ আমি ধর্ষিতা
আমি নষ্টাফুল
মানি এই বাংলা আমার নারীকুল।

তুমিই তো ধর্ষিতাদের সম্মান দিয়ে
ঠিকানা দিয়ে গেছ –
ধানমন্ডি ৩২ নম্বর…?
তোমার মত উদার পিতা কোথায় পাবো
আজ আমি নারী হিসেবে
ঠাঁই হলো এই বাংলায়।।

আমি গর্ধ্বভ,আমি অকেজো
আমি পূর্ব ও পশ্চিম কি বুঝিনা বা দেখিনি
তবে অনর্গল গাই
” আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি “।
বিদেশ ভ্রমণে যে শব্দটি আগে গাইতে হয়
পরিচয় সূত্রে – সেটাও নস্যাৎ ষড়যন্ত্রে লিপ্ত।।

পিতা, মাথা ঠেকাই বাংলায়
কিন্ত মগজ ভাড়া দেয় অজাত স্যাটেলাইটে
সবুজ বিস্তৃত বাংলার ভূগর্ভে
এডিস মশার মত মহামারি চেয়ে গেছে
দিগ্বিদিকে গিরগিটি টক্কর
তেলেসমাতির অঘ্রাণ আর্তনাদে
শোক করছে তোমার দেশ
শুধু তোমার জন্য পিতা
শুধুই তোমার জন্য।।

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধছায়াকাব্য -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে করোনায় একজন সম্মুখযোদ্ধা সিংড়ার ওসি নুর-এ-আলম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে