তবু আমি ফিরবো না -কবি শামীয়ারা পারভীন দীপ‘এর কবিতা

0
318
Shame Ara Pervin

তবু আমি ফিরবো না

কবি শামীয়ারা পারভীন দীপ

জ্যোৎস্নার প্রস্রবণে যদি
ভেসে যায় জমাট অন্ধকার ;
পাখির পালকে করে হাওয়ায় যদি
ভাসিয়ে দাও আহ্বান,
তোমার আঙুলের ডগা থেকে যদি
কবিতায় ঝরে পড়ে শব্দ-তরঙ্গ,
সড়কের বুকে খোদাই করে যদি
লিখে রাখো তোমার অভিব্যক্তি
তবু আমি ফিরবো না।
যত খুশী ডাকো;
যত ভাবেই ডাকো,
আমি আর ফিরবো না।
ঢেউয়ের দোলায় যদি
দুলতে থাকে তোমার চোখের জল;
মিহি সিলিকনে মিশে যায় তোমার দুঃখের রঙ,
যদি একা থাকো
তবুও আমি ফিরবো না।
ওয়াইন-শপে টাকিলার গ্লাস আর
মুঠোবন্দী লেবুর রসে যদি ডুবে যাও
তবু ভালো থেকো,
আমি আর ফিরবো না।
ইজেলে টাঙিয়ে দাও জীবনের ক্যানভাস;
তুলির টানে এঁকে যাও পিছনের স্মৃতি,
ফুটে উঠবে এক কাকতাড়ুয়ার ছবি
তোমারই প্রতিচ্ছবি—-
যার ভয়ে পালিয়ে গেছে
জীবনের মনোরম সন্ধ্যা,
ক্রুর -হাসিতে নিভে গেছে
ল্যাম্পপোস্টের সব মোহনীয় বাতি।
উপেক্ষার ব্যান্ডেজে মোড়ানো
ক্ষত আজও যা তরতাজা–
তার ভবিষ্যৎ ঝুলে আছে
জং ধরা পেরেকে।
প্রণয় সংকলনে মুদ্রণের অপেক্ষায় না থেকে
মুক্ত করে দাও মুঠোবন্দী প্রজাপতি–
আমি আর কখনোই ফিরবো না।

Advertisement
উৎসShame Ara Pervin
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
পরবর্তী নিবন্ধকবি আলেয়া আরমিন আলো‘এর একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে