তৃষিত চাতক
কবি অনামিকা দত্ত
তৃষিত চাতক নয় আমি
তবু পিপাসিত মন,
ঝরনার স্নিগ্ধ স্রোত ধারায়
সিক্ত হয়েছি কখন?
একরাশ রজনী গন্ধা সুরভি ছড়ায়
গোপনে আমাকে সুধিয়ে বলে
চলোনা কোথাও হারায় ;
প্রশান্ত নীল সাগরের জোয়ার
অশান্ত হয়ে ফুলে ওঠে,
ভেঙে দিতে চাই বাঁধের দুয়ার।
হঠাৎ জেগে ওঠে ভাবি
নীল যে জোয়ার সেতো ;
আমারি অশ্রুসিক্ত দু-নয়ন,
গোপনে বয়ে যাক চিরন্তন।
Advertisement