তেঁতুল পাড়ার দিন – আসাদজামান এর কবিতা

0
298
Md Asaduzzaman

তেঁতুল পাড়ার দিন
———-আ সা দ জা মা ন

আমিতো গাঁয়ের ছেলে,গাঁয়েই বাস। ছোট থেকে বড়
হই গাঁ’ই নিবাস। গাঁয়ের পাশে আরেক গাঁও মস্ত
তেঁতুল গাছে। শুনেছি শুনেছি আজব ভূত আছে।
গাছের পাশে ছিল ঠিক হুমান কানার বাড়ি। যখনই
যেতাম সেই গাঁয়ে গা ছমছম ভারি।

গাছটা ছিল ইয়া বড় । গোড়াটা ছিল মোটা। গাছের
তেঁতুল পাড়তে যেতাম নিয়ে লাঠিসোঁটা। ডাল বেয়ে
তার উঠতো ঠিক জলিল মিঞা নাম। সে না হলে
তেঁতুল পাড়ায় ঘুচতোনা দুর্নাম। পালি করে দিতাম
সবাই ইস্কুল কামাই।প্রতিদিনই কেউনা কেউ তেঁতুল
ডালি নামাই।

মনে পড়ে মধুর স্মৃতি তেঁতুল পাড়ার দিন।ছোট্ট বেলার
মনটা আমার প্রজাপতি রঙিন। মনে ধরে খুশি খুশি
দিন বদলের গান।সেই কথা বলতে চায় আসাদজামান।
০২.১২.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের ৩ পৌরসভার ভোটগ্রহণ ১৬ই জানুয়ারী
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামের কৈডিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে