ত্রাহি
কবি বনশ্রী বড়ুয়া
ত্রিশূলে বিদ্ধ দম,
একি দংশন..উত্তরমেরু হতে দক্ষিণমেরু!
মৃত্তিকার ফাঁকে সারি সারি নাকাল নশ্বর প্রাণ।
ইবাদতে দু’হাত আসমান ছোঁয়,
ব্রহ্মাণ্ডের গায়ে জায়নামাজ পাতা!
নত হতে হতে লজ্জায় নুয়ে খোলস;
তসবিহর অনুরণন আল্লাহ।
রাতের চাদরে সাইরেন,
আহত আঁকি,
জল ঝরে টুপটুপ;
আজদাহা টেনে নেয় সাড়ে তিন হাত আগল খুলে।
আজি আঁধারের কোলে যত আরতি, আর্জি!
আজরাইল দাঁড়ায় সম্মুখে!
আতশি কাঁচে লাগা রক্ত;
শুষে নিয়ে সমস্ত দাহ অন্তিমের পথে যাত্রা…
তসবিহর অনুরণন আল্লাহ.. আল্লাহ..আল্লাহ..
শ্রী..
Advertisement