“দত্তপাড়ার আকাশ ০২”- নাজমুল হাসানের কবিতা

0
652
Nazmul

দত্তপাড়ার আকাশ ০২/ নাজমুল হাসান

দেখি
যদি খুঁজে পাওয়া যায়
হারানো শৈশব আর
আমার ছোটবেলা
এই যে, এখানেই বসতেন আব্বা
নজর রাখতেন চারিদিকে
এখন কী অসহ্য বেদনাবহ শুণ্যতা
আরও কিছুদুর এগিয়ে দেখি
জনি নাই, ফিরোজ নাই
হারিয়ে গেছে, ফিরে আসবে না বলে
বাড়ির বারান্দায় বকুল গাছটাও মরে গেছে
কোথায় যেন হারিয়ে গেছে মিষ্টি লাজুক মেয়েটি

আজ এই আকাশ জুড়ে শুণ্যতা
আর হাহাকারময় ধূসরতা

৮ মার্চ ২০২০, বড়হরিশপুর, নাটোর
সময়ঃ বেলা সাড়ে ১১টা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ‘শশীকণা’ থেকে ‘গৌরীকুঞ্জ’ এবং “জামির করাতির বউ ও বিভূতিভূষণের ‘আহ্বান’ গল্প”-অমিতকুমার বিশ্বাস
পরবর্তী নিবন্ধনারীদের হাত খরচ নিয়ে এ সমাজ উদাসীন’,- কামরুল হাসান কামু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে