দামি- কামাল খাঁ এর সমকালীন ছড়া

0
245
কামাল খাঁ

দামি- কামাল খাঁ

সারাটাদিন যত্তোকিছু দেখি,
সবকিছু কি তোমার আমি লেখি ?
তলে তলে কলকাঠি যে নাড়ো,
টের পেয়ে যাই আমি কিন্তু তারও।
তবু আমায় বোকাই তুমি ভাবো,
আমি কি আর বলতে এসব যাবো?

কত্ত রকম ফন্দি তুমি জানো,
উপ্রে সাধুর ধরো আবার ভানও।
তোমার কথা কাউকে গিয়ে বলি?
কইনা কথা নিরিবিলিই চলি।
কথা তুমি খুব মিলিয়ে বলো,
গোপনে কান পরের তুমি মলো।

গভীর পানির নিচে তুমি চলো,
সেখানে কে তোমায় করে ফলো?
সেসব কথা বলি কি আর আমি?
তুমি এখন অনেক বড় দামি!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনিয়মবহির্ভূত ভাবে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন : প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধআসাদজামান এর কবিতা – কোনো মানুষ নাই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে