দুই নৌকায় পা
কাজী আতীক
আমাকে সুখ সঙ্গ উপভোগের আহ্বান জানিয়ে
শুক্লপক্ষ ত্রয়োদশী চাঁদ, বলেছিলো-
এসো দু পা’ হেঁটে এক সঙ্গে পূর্ণিমা সাজাই
আমি তখোন অপেক্ষায় কৃষ্ণপক্ষ প্রতিপদের
ষোড়শী অবয়ব চাঁদের।
অতঃপর চতুর্দশী পেরিয়ে পূর্ণিমা এলো,
মায়াবী চাঁদের পরিপূর্ণ রূপ!
দেখে আমি মগ্ন বিভুর
জ্যোৎস্না মাখা আকাশ আলোর পশরা,
বিভ্রান্তি অতলে আমি তলিয়ে গেলাম যেনো,
ভুলে গেলাম আমি আমার প্রতিপদের অপেক্ষা,
দশাটি এমন যেমন কারো দুই নৌকায় পা।
(নিউ ইয়র্ক, ৩১ আগস্ট ‘২০২০)
Advertisement