“দেশব্যাপী গুড ট্রার্ন ফর টুডের বৃক্ষরোপণ ও শীতবস্ত্র বিতরণ”

0
308

রাজু আহমেদ, নাটোরকণ্ঠ ‌ সিংড়া :  উনপঞ্চাশে পদার্পণ করেছে বাংলাদেশ। আর এই বিজয় এর উল্লাস পালনে দেশব্যাপী চলছে নানা কর্মকাণ্ড।

তারই ধারাবাহিকতায় আজ সিংড়া পৌরসভায় বিভিন্ন এলাকায় মাক্স ও শীত বস্ত্র বিতরণ করা হয়

দেশব্যাপী নানান ধরনের ভালো কার্যক্রমকে দেশ ও দেশের বাইরের সর্বস্তরের মানুষকে জানাতে কাজ করছে গুড ট্রার্ন ফর টুডে নামক একটি ফেইসবুক পেইজটি গতানুগতিক ধারার বাইরে ভালোত্বের গল্প গুলো তুলে আনে। এই পেইজটিতে কাজ করছে দেশের উদ্যমী বুদ্ধিদীপ্ত ৫৮ জন তরুন কো-অর্ডিনেটর।

বিজয়কে উদযাপন উপলক্ষে এই ১০০ দিন বয়সী পেইজ নিয়েছে ব্যতিক্রম উদ্যোগ৷ শুধু ভালোত্বের গল্প তুলে ধরা নয় বরং এর পাশাপাশি ভালো কাজে নিজেদের সম্পৃক্ততা। ১৭ ই ডিসেম্বর দেশের প্রত্যেকটি জেলার কো-অর্ডিনেটররা তাদের সামর্থ্য অনুযায়ী বৃক্ষরোপণ, মাস্ক বিতরন ও শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন৷

গুড ট্রার্ন ফর টুডের কো-অর্ডিনেটররা জানান, “আমরা মানুষের করা ভালো কাজ গুলোকে সহজ সাবলীল এবং সুশৃঙ্খল ভাবে তুলে ধরি সর্বস্তরের মানুষের কাছে। এবার নিজেরাই এমন ভালো কাজের কর্মপরিকল্পনা করেছি। আগামীতেও আমাদের এমন ধারা অব্যাহত থাকবে।”

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধলালপুরে শেষ হলো গোসাইজীর আশ্রমের ২ দিনব্যাপী নবান্ন উৎসব

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে