দেয়ালের ওপাশে বৃষ্টি
কবি সুপ্তি জামান
ওপাশে বৃষ্টি, এপাশে আমি
বৃষ্টির সুখ ভিজিয়ে
আমার দারুন ঠান্ডার ভয়
কাঁচের দেয়ালের এপাশে আমি, ওপাশে বৃষ্টি
আছি পাশাপাশি
ছুঁইতে কেবল মানা!
বিয়াল্লিশ বছরের মাইল ফলক পেরিয়ে
কমজোরি হৃদপিন্ড নিয়ে কি করে হবো রাধা!
বৃষ্টির ছাঁটেও হৃদয় আজকাল ধুকপুক ধুকপুক করে।
শ্রাবন ধারায় ঝরছপ অবিরাম বৃষ্টি
আমার তাতে কী?
আমার তাপিত গ্রিষ্মের দিনে তোমার দেখা নাই,
তোমার আজ অবিরাম কান্নার দিন
কাঁদ, বন্ধু কাঁদ লুকিয়ে চোখের জল।
সকলে দেখে বাইরে তুমুল বৃষ্টি
আমি দেখি দেয়ালের ওপাশে তোমার ছটফট।
যতই কর ছটফট
পাবে না, পাবে না মিষ্টি জল
জানতো বৃষ্টি জলেও মিশে থাকে সালফার
এ ধরায় থাকে না হাউসে কয়সার।
কিবা দেখি, কিবা দেখি না
জানি না, জানি না
এসবই অলস মনে বৃষ্টি দিনের ভাবনা!
দেয়ালের ওপাশে বৃষ্টি, এপাশে আমি দাঁড়িয়ে
বৃষ্টি দেখি নয়ন ভরে
ভিজতে পারি না কিছুতেই।