দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় নাটোরে বাম জোটের প্রতিবাদ

0
437

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নাটোরে বাম জোটের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার নাটোর
লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সুনামগঞ্জে হিন্দু-অধ্যুষিত ৮৮ বাড়ি ও হিন্দু মন্দিরে হামলারপ্রতিবাদ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাম জোট ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে  ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সংখ্যালঘু নির্যাতন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বর্তমান সরকারের কাছে তারা অবিলম্বে দ্রুত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি প্রদান করা হয়। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত সমাজ  এমনকি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে হাহাকার উঠেছে বলে মন্তব্য করেন বক্তারা। সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য স্থিতিশীল ও কৃষকের ন্যায্যমূল্য সাথে সমন্বয় করার আহ্বান জানান। দেশে আজ মধ্যস্বত্বভোগীদের দখলে উল্লেখ করে বক্তারা বলেন সিন্ডিকেটের হাতে দেশ জিম্মি হয়ে পড়েছে। তাই দিন দিন পণ্যের দাম লাগামছাড়া হয়ে উঠছে। সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাম নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী এডভোকেট সুখময় রায় বিপ্লব সহ অন্যান্যরা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় চেক ডিসঅনার প্রতারনার শিকার শিক্ষক আ: রউফ
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে গৃহবধুকে জবাই করে হত্যা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে