নলডাঙ্গার হালতি বিলে অবৈধ বাঁধ অপসারণ শুরু

0
244

নলডাঙ্গার হালতি বিলে অবৈধ বানাজালের বেড়া অপসারণ শুরু করলেন ইউএনও

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বাঁশ ও বানার জালের বেড়া দিয়ে মাছ শিকারীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইউএনও আব্দুল্লাহ আল মামুন। বৃস্পতিবার বিকালে উপজেলার মাধনগরের বাজে হালতি বিলের বাঁশ ও বানার জালের বেড়া অপসারণ করা হয়।এর আগে বুধবার বিকালে হালতি বিলের মোহনপুর খালের পানি নিষ্কাশনের একমাত্র পথে বাঁশের বেড়া দিয়ে সৌঁতি জাল দিয়ে মাছ শিকারীর বাঁশের বাঁধ অপসারণ করেন।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান,হালতি বিলের বিভিন্ন স্থানে পানি প্রবাহের স্বাভাবিক গতি পথে বাঁশ ও বানান জাল দিয়ে বেড়া দিয়ে সৌতি জাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করছে প্রভাবশালীরা।এতে বিলের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।ফলে কৃষকরা তাদের রবি ও বোরো ধান চাষ সঠিক সময়ে করতে পারবে কিনা তা নিয়ে শষ্কা দেখা দেয়।কৃষকদের এমন অভিযোগ পেয়ে এসব বাঁশ ও বানার জালের বেড়া অপসারণ অভিযান শুরু করা হয়েছে।

বৃস্পতিবার বিকালে মাধনগর বাজে হালতি বিলের বানার জাল ও বুধবার খাজুরা ইউনিয়নের মোহনপুর খালের মুখে বসানো বাঁশ দিয়ে সৌতি জাল দুপুর ২ টা থেকে রাত পযন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়।এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের পৌর মেয়র এর সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচলনবিল কৃষকের উন্নয়নে সরকার ৬ শ কোটি টাকার প্রকল্প দিয়েছেন-পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে