নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলার নারী উন্নয়ন ফরামের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
452

প্রেস বিজ্ঞপ্তি : সকল রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকেসম্পৃক্ত করার দাবিতে, আজ ৫ নভেম্বর ২০২০ রোজ বৃহঃবার, এক যোগে সকাল ১০ ঘটিকা থেকে ১১টা পর্যন্ত নাটোর সদর উপজেলা পরিষদ প্রধান ফটক, সিংড়া উপজেলা প্রধান ফটক ও নলডাঙ্গা বাজর সংলগ্ন পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে মানববন্ধন করা হয়।

nATORE KANTHO

আজকের মানববন্ধন এ নাটোর সদর উপজেলার নারী উন্নয়ন ফরাম এর পক্ষে সভাপতির দায়িত্ব পালন করেন, বক্তব্য প্রদান করেন ফরামের সেক্রেটারী শাহানাজ পারভীন। অন্যদের মধ্যে সুর্যবানু, আয়েশা, মুসলিমা ও দেলোয়ার বেগম । মানববন্ধন শেষে ৫ সদস্যের একটি দল সদর উপজেলার নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক নাটোরকে স্মারকলিপি প্রদান করনে।

nATORE KANTHO

সিংড়া উপজেলার নারী উন্নয়ন ফরামের সভাপতি শামীমা হক রোজি (ভাইস চেয়ারম্যান) এর নেতৃত্বে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য প্রদন করনে ফরামের সেক্রেটারী নাজমা বেগম, সদস্য জয়ন্তী রানী, শাবানা, রুনা লায়লা ও রাশিদা বেগম। মানববন্ধন শেষে সভাপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি দল সিংড়া উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি পদ্রান করেন।

nATORE KANTHO

নলডাঙ্গা উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি মোমেনা বগেম এর নেতৃত্বে মানববন্ধন করা হয় । মানববন্ধন শেষে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে ৫ সদস্যের একটি টিম স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন অপরাজিতা নেটওয়ার্কের সদস্য রোজিনা বেগম, নাছিমা বেগম, রিনা বেগম ও কহিনূর বেগম।

nATORE KANTHO

সকল বক্তাদের একটাই দাবী সকল রাজনৈতিক দলে ২০২৫ সালের মধ্যে ৩৩% নারীদের মূল কমিটিতে অন্তর্ভূক্ত করতে হবে।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রদান করেন নাটোর অপরাজিতা প্রকল্পের কর্মীবৃন্দ

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতীয়াংশ নারীকে সম্পৃক্ত করার দাবীতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধমা ও গাছেদের কথা -কবি শ্রাবণী গুপ্ত‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে