নাটোরে মুজিববর্ষের ঘর নির্মাণ পরিদর্শনে জেলা প্রশাসক

0
331

নাটোরকন্ঠ: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নাটোরে গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।সোমবার(১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নে নিমাণাধীন গৃহগুলো পরিদর্শন যান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, নাটোর সদরে দ্বিতীয় ধাপে ৫০টি গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। মানসম্মত নির্মাণ উপকরণ দ্বারা ঘরগুলো তৈরী হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে রাখা হয়েছে। শতভাগ স্বচ্ছতার সাথে মুজিববর্ষের গৃহনির্মাণ কাজ সম্পন্ন ও নির্দিষ্ট সময়ে গৃহ হস্তান্তর করা হবে।

এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ছাতনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ তোফাজ্জল হোসেন প্রমুখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচলনবিলে ধান কাটা শ্রমিকদের মাস্ক, সাবান, পানি ও শুকনো খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধসিংড়ায় রাবিশ এবং আবর্জনা দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে