নাটোর পুণঃ নির্মিত মন্দিরে শ্রীশ্রী জয়কালী মাতা ও অপর তিন বিগ্রহ পুণঃস্থাপন
স্টাফ রিপোর্টার নাটোর
নাটোর লালবাজারে পুণঃ নির্মিত মন্দিরে শ্রীশ্রী জয়কালী মাতা ও অপর তিন বিগ্রহ পুণঃস্থাপন করা হয়েছে।আজ সোমবার সকালে পুণঃস্থাপন করে পূজা অর্চনা শুভ উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা,হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেনসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
তবে এ সময় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দদের কোথাও দেখতে পাওয়া যায়নি। এ বিষয়ে হিন্দু মহাজোট নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি তারা জানেন তবে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি বিধায় তারা সেখানে উপস্থিত হননি।
অর্ধবঙ্গেশ্বরী মহা-রাণী ভবানী শহর নাটোরের লালবাজারে শ্রী শ্রী জয়কালী মাতার মন্দিরটি স্থাপন করেছিলেন।সেখানে শ্রী শ্রী জয়কালী মাতাসহ অন্যান্য দেবীর নিত্য পূজা সম্পন্ন হ’তো।কালের বিবর্তনে মন্দিরটি পূরাতন হওয়ায় এবং স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুণঃ নির্মাণের প্রয়োজন দেখা দেয়।পরে মন্দির কমিটির আবেদনের প্রেক্ষিতে ও ভারত সরকারের উন্নয়ন সহযোগিতায় মন্দিরটি পুণঃ নির্মাণ করা হয়।