নাটোর প্রশাসনের মোবাইল কোর্ট, মামলা, জরিমানা, কারেন্ট জাল ধ্বংস

0
317

নাটোর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, মামলা, জরিমানা, কারেন্ট জাল ধ্বংস

নাটোর কণ্ঠ:
আজ শুক্রবার বড়াইগ্রামের মৌখড়া হাটে মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ এর (৪) ক ধারা লংঘনের জন্য ৫ ধারায় এক কারেন্টজাল ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এসময় আনুমানিক ২০,০০০ মিটার এর কারেন্ট জাল ধ্বংস করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় এক ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে নাটোর সদরে মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ জনকে ১৬০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে পাবলিক প্লেসে ধূমপান করায় ১ জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২ টি মামলা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ২ টি মামলাসহ মোট ৯ টি মামলায় ১৪,৬০০/- জরিমানা আদায় করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবারোমাস্যা -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় আ’লীগের এক গ্রুপের আক্রমনে শফিক সমর্থক আ’লীগ নেতা রক্তাক্ত, আটক-৩

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে