নাটোরে বাগাতিপাড়ায় অসচ্ছ বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণে উদ্বোধন
বাগাতিপাড়া , নাটোর কণ্ঠ: নাটোরে বাগাতিপাড়ার জামনগরে নতুন ভাবে বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পরিশোধ কার্ড বিতরণে উদ্বোধন করলেন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।
বুধবার সকালে উপজেলায় জামনগর ইউনিয়ন পরিষদে এ কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা তাঁতিলীগের সভাপতি শামসুজ্জামান মোহন ও জামনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শিক্ষক মাসুদ প্রমূখ। এছাড়া ইউনিয়ন সমাজ কর্মী আজিজুল রহমান ও কারিগরি শিক্ষক হানিফসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
এখানে ৬৯জন বয়ষ্ক, ৬৭জন বিধবা ও ৮৬ জন প্রতিবন্ধীর মধ্যে ভাতা পরিশোধ কার্ড বিতরণ করা হয়।
কার্ড প্রাপ্ত বয়ষ্ক ও বিধবারা প্রথমে ৬ হাজার টাকা ও প্রতিবন্ধীরা ৯ হাজার টাকা ভাতা পাবেন। পরে বয়ষ্ক ও বিধবারা প্রতি মাসে ৫শ’ এবং প্রত্যেক প্রতিবন্ধী প্রতিমাসে ৭শ’৫০টাকা পাবেন। উদ্বোধনী দিনেই প্রতিবন্ধীরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জামনগর শাখা থেকে টাকা
উত্তোলন করতে পারবেন।