নাটোর সদর ইউএনও সহ ২২ জন আক্রান্ত
নাটোর কণ্ঠ:
নাটোরে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবরেটারি থেকে ফলাফল এসেছে। তারমধ্যে ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নাটোর সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান।
এরমধ্যে রয়েছে নাটোর সদরের ১২ জন, লালপুর উপজেলা রয়েছে ৮ জন ও গুরুদাসপুর উপজেলায় ২ জন। আক্রান্তদের মধ্যে নাটোর সদর উপজেলা নির্বাহি অফিসার জাহাঙ্গীর আলম দুজন স্বাস্থ্য কর্মী রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা হাফিজুর রহমান।
এ নিয়ে নাটোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩২৮ জনে। আর সুস্থ হয়েছেন ১০৭ জন। তবে সুস্থতার হার নাটোরে কম বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এদিকে আজ সংগ্রহীত নমুনার মধ্যে ৪৮ টি নমুনার ফলাফল রাজশাহী মেডিকেল ল্যাব থেকে আসে। যার মধ্যে ২২ জন আক্রান্ত ও বাকি কয়জন নেগেটিভ ফলাফল এসেছে। এখনো পর্যন্ত প্রায় ৫০০ নমুনা পেন্ডিং রয়েছে। সংগ্রহ করা হয়েছে আরো দেশ কিছু নমুনা, যা পাঠানোর অপেক্ষায় রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান। এদিকে আক্রান্তদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সার্বিক তথ্য সংগ্রহ করা শেষ হলে আক্রান্তদের বাড়ি লকডাউন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সচেতন সমাজ জানিয়েছেন, এ বিষয়ে আসলে সবার জনসচেতনতা ছাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব নয়।
বিস্তারিত জানতে পারের নিউজটি পড়ুন, আসছে একটু পরে….