নাটোর সদর এসিল্যান্ড করোনা আক্রান্ত, দোয়া কামনা

0
1000
Korona-
নাটোরকন্ঠ: নাটোর সদর এসিল্যান্ড মো. আবু হাসান সহকারী কমিশনার (ভূমি) করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল মধ্যরাত্রীতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাব থেকে  ১৩ জন আক্রান্তের রিপোর্ট আসে। এই তের জনের মধ্যে তার রিপোর্ট রয়েছে। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, নাটোর সদর এসিল্যান্ড ( কমিশনার ভূমি) করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার মধ্যে কোন লক্ষন নেই , কোন উপসর্গ নেই। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাব থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী নাটোরে শহরের হরিশপুর ও মোহনপুরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১০ জন। ঢাকার রিপোর্ট অনুযায়ী বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নাজমুল হাসান, নাটোর সদর এসিল্যান্ড আবু হাসান করোনা পজেটিভ হয়েছে। চিকিৎসক ডাঃ নাজমুল হাসান, ও নাটোর সদর এসিল্যান্ড আবু হাসান এর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল সাকিব করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধঘুম অথবা মৃত্যু -কবি আজাদুর রহমান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে