নাটোর সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু

0
375

স্টাফ রিপোর্টার, নাটোরকন্ঠঃ

করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের মাঝে জরুরী প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করতে নাটোর সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর থেকে সদর হাসপাতালের পুরাতন ভবনে অক্সিজেন সরবরাহের জন্য প্লান্ট স্থাপনের কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ।
এছাড়া ৩১শয্যার করোনা আইসোলেশন সেন্টারে রোগিদের সংকুলান না হওয়ায় নতুন ভবনে স্থানান্তরের জন্য ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান সহ অন্যান্যরা। সকালে নাটোর সদর হাসপাতালের ২৫০শয্যার নতুন ভবন পরিদর্শনে যান তারা। এসময় করোনার প্রকোপ বৃদ্ধিতে পুরাতন ভবনে স্থান সংকুলান না হওয়ার কারনে নতুন ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ১৫দিনের মধ্যে করোনার আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন তারা। এসময় সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার, আরএমও ডা. মঞ্জুর রহমান সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় মহেশচন্দ্রপুর গ্রামবাসীর উদ্যোগে খেলার মাঠ নির্মাণ
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে