নাটোর সদর হাসপাতালের চিকিৎসক রাসেলের বিচারের দাবীতে মানববন্ধন

0
200

নাটোরকন্ঠ বড়াইগ্রাম :
নাটোর সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রাসেলের চাকুরীচ্যুতিসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আহম্মেদপুর বাজারে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসুচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শিশু আরিফুলের বাবা খোদা বক্স, শিক্ষক এটিএম মাহবুব রশিদ, অধ্যক্ষ আসাদ উজ জামান, বারেক সরকার সহ গ্রামবাসীরা।
এ সময় বক্তারা বলেন, গত ২ নভেম্বর শিশু আরিফুলের গলায় প্লাষ্টিকের বাঁশি আটকে গেলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ রাসেল জরুরী বিভাগে শিশু আরিফুলের গলা কেটে বাঁশি বের করার চেষ্টা করে। পরে রাসেল উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাবার কথা বলে হাসপাতাল থেকে চলে যায়। পরে জরুরী বিভাগে গিয়ে দেখা যায় শিশু আরিফুল মারা গেছে। একমাত্র চিকিৎকের খামখেয়ালিপনায় শিশুটি মারা গেছে দাবী করে অভিযুক্ত চিকিৎসকের চাকুরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ট্রাফিক পক্ষের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে ট্রাফিক পক্ষ নভেম্বর -২০২০ এর শুভ উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে