নাটোর সদরে নতুন সার গোডউন নির্মাণের দাবি

0
93

নাটোর কন্ঠ : নাটোরের নলডাঙ্গায় বাফার গাডাউন নির্মাণ না কওে নাটোর শহরের বাফার গোডাউন সংলগ্ন স্থানে গোডাউন নির্মাণের দাবী জানিয়েছেন নাটোরের সার ব্যবসায়ীরা।

তারা জানান জেলা সার ,বীজ মনিটরিং কমিটির একাধিক সভায় ২০হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন সার সংরক্ষণও বিতরণের জন্য একটি নতুন নাটোর বাফার গোডাউন সংলগ্ন স্থানে একটি গোডাউন নির্মাণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে রাস্তা ও রেললাইন থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চল নলডাঙ্গায় বাফার গোডাউন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের জমি ক্রয় বাবদ অতিরিক্ত টাকা ব্যয় হবে এবং সরু রাস্তায় ভারী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাসহ সার ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

তাইতারা বিদ্যমান নাটোর শহরের বাফার গোডাউনের পাশেই নতুন করে গোডাউনটি নির্মাণের দাবি জানান নাটোর জেলার সার ব্যবসায়িরা। আজ দুপুওে বাংলাদেশ ফার্টিলাইজারএসোসিয়েশন (বিএফএ) নাটোর জেলা-

কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার ব্যবসায়ীরা এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএফএ নাটোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান উপদেষ্ট াআলফাজুল ইসলাম প্রমূখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশিমুলকে প্রধান আসামী করে দুটি মামলা দায়ের
পরবর্তী নিবন্ধ“হাসিনার কোন ক্ষমার সুযোগ নাই’’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে