নাটোর কণ্ঠ: “নাটোরে ভাটার মাটি পরিবহনে নাটোর-তাহেরপুর সড়ক যেন মৃত্যুফাঁদ, প্রশাসন নীরব!” গতকাল এই শিরোনামে সংবাদ পরিবেশনের পর, আজ দুপুরে প্রশাসন অবৈধ পুকুর খননের বিরুদ্ধে, অভিযান পরিচালনা করেন। নাটোর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় অবৈধভাবে পুকুর করার দায়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালানোর সময় উত্তেজিত জনতা পাঁচটি ভেকু মেশিন ভাঙচুর করেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও স্থানীয়রা জানায়, আজ রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার মাজদিঘা এলাকায় অবৈধভাবে পুকুর খনন করছে, এমন খবর পেয়ে অভিযানে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় উত্তেজিত জনতা পুকুর খনন বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানান।
উপজেলা নির্বাহি অফিসারের উপস্থিতি এবং ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ভেকু মেশিন রেখে খননকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা পাঁচটি এস্কেভেটর ভেকু মেশিন ভাঙচুর করে। স্থানীয় অধিবাসীরা জানান পুকুর খননের ফলে এলাকার রাস্তাঘাট নষ্টসহ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা জেলার সকল স্থানে খবর পাওয়া মাত্রই, অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কাছে খবর দিলে আমরা সেখানে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।