নাটোরে আজ করোনা আক্রান্তদের নাম ঠিকানা পরিচয় জেনে নিন

0
979
করোনা

নাটোরকন্ঠ: নাটোরে আজ মোট আক্রান্ত হয়েছে ১৩ জন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হসেন। এছাড়া গুরুদাসপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন তার নাম আব্দুর রাজ্জাক তার বাড়ি বড়াইগ্রাম উপজেলার আহমদপুরে, তিনি আহমেদপুর থেকে গুরুদাসপুরে অফিস করতেন। এদিকে নাটোরের বড়াইগ্রামে আজ ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরা হচ্ছে বড়াইগ্রামের চান্দাই এলাকার রুবেল(রূপপুরে চাকরির জন্য আবেদন করেছিলেন), শিবপুর এলাকার এনামুল হোসেন(রূপপুরে চাকরির জন্য আবেদন করেছিলেন), কালিকাপুর এলাকার ভুসিমালের ব্যবসায়ী মোবারক হোসেন, বনপাড়া বাজারের ব্যবসায়ী মোতালেব, রাজেন্দ্রপুর এলাকার যিনি রূপপুরে চাকরির জন্য আবেদন করেছিলেন আব্দুল জব্বার, বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারের এক মুদি দোকানের কর্মচারী আব্দুল হান্নান, বড়াইগ্রাম উপজেলার কাছুটিয়া এলাকায় বেশ কয়েকদিন আগে স্বামী আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী নাসিমা আজ করোনান আক্রান্ত হয়েছেন। গুরুদাসপুর উপজেলার নাজিরপুর স্কুলের দপ্তরি রাশেদুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রীপাড়া মাদ্রাসার পরিচালক আবুল কালাম আক্রান্ত হয়েছেন। নাটোর সদরের একডালা এলাকার হাবিবুর রহমান ও নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের মাহমুদা বিন্তে অন্তর নামে একজন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁডালো ২৯৫ জন আর সুস্থ হয়েছেন ৯৭ জন। এদিকে করোনা আক্রান্তর হার যে ভাবে বাড়ছে তাতে শঙ্কিত সাধারন মানুষ। যে কোন সময় নাটোর চলে যেতে পারে রেড জোনে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমেঘ বালিকা -শিরিন আফরোজ‘এর ছড়া
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে