নাটোরে আজ রেকর্ডসংখ্যক ৬২ জন করোনা আক্রান্ত
নাটোর কণ্ঠ: নাটোরের এযাবতকালের করনা আক্রান্তের সকল রেকর্ড ভঙ্গ করে আজ ৬২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত বেশ কয়েকদিন আগে ঢাকায় একই সাথে ৩৫৬ টি নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। তার ফলাফল আজ নাটোরে এসে পৌঁছেছে। রাত দশটার দিকে নমুনা পৌঁছানোর কারণে ফলাফল যাচাই বাছাই করা ও উপজেলাওয়ারী বাছাই করা সম্ভব হয়নি বলে জানান সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান। আগামীকাল সকাল দশটায় সকল তথ্য জানানো হবে বলেও তিনি নাটোর কণ্ঠকে জানান।
তবে দিনদিনই বাড়ছে আশঙ্কাজনক হারে করোনা রোগীর সংখ্যা। ইতিমধ্যে বেশ কয়েক জন মারা গেছেন। এছাড়া করণা লক্ষণ যুক্ত হয়ে বা উপসর্গ নিয়ে মারা গেছেন অনেকেই। তবুও জনগণের মাঝে নেই গণসচেতনতা। নেই সামাজিক দূরত্বের বালাই। তাই করো না আক্রান্ত সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে শঙ্কিত সচেতন মহল। আইন করেও থামানো যাচ্ছে না আইন না মানার প্রবণতা।