নাটোরে আজ সংক্রমণের হার ৪৭.০২ শতাংশ

0
185
নাটোর করোনা আপডেট

নাটোর কণ্ঠ : নাটোরে করোনা সংক্রমণের হার ৪৭.০২ শতাংশ । জেলায় গতকালের চেয়ে ২ শতাংশ বেড়েছে।

আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার ১৫১ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৭১ জন। সিভিল সার্জন অফিস সূত্রে পাওয়া এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। গতকাল এই হার ছিল ৪৫.৬৫ শতাংশ।

এই ফলাফল জেলা থেকে সংগৃহীত নমুনা আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র‌্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে প্রাপ্ত। করোনা পজিটিভ এর অধিকাংশ অর্থাৎ ৪৮ জন নাটোর সদর উপজেলার। এছাড়াও কম বেশী সকল উপজেলাতেই করোনা সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে।

জেলায় এ পর্যন্ত ৩৩৮৭৭ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯০৭৭ জন। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫ জনের। নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন।

তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়। মানুষের উদাসীনতা এই সংক্রমণের ঊর্ধ্বমুখী হার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাবি’তে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু : নাটোরে বাড়িতে শোকের মাতম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে