নাটোরে এডভোকেট জালাল সরকার করোনায় আক্রান্ত, ৫ নমুনা পরীক্ষায় ১ পজেটিভ !!

0
689
নাটোর করোনা আপডেট

নাটোরকন্ঠ: নাটোরে জালাল সরকার নামে একজন এডভোকেট করোনা আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে নাটোর সিভিল সার্জন অফিসের ল্যাবরেটরি টেকনিশিয়ান হাফিজুর রহমান জানান ,নাটোরে গতরাতে একজন মাত্র করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তিনি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার বাসিন্দা। তিনি নাটোর শহরের হাজরা নাটোর এলাকায় থেকে আইন পেশায় নিযুক্ত।

এদিকে গতকাল রামেক ল্যাবে নাটোরের ৫টি মাত্র নমুনা পরীক্ষায় নাটোর সদর উপজেলার একজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, রোববার তাদের ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৫টি করোনা পজিটিভ পাওয়া গেছে।
রাজশাহীর ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর নাটোরের ৫টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি সদর উপজেলায়।তবে রামেকের আরেকটি র‌্যাবের টেস্ট রেজাল্ট এখনো পাওয়া যায়নি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের ১৫০ জন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারিদের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা
পরবর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর সুমাইয়ার ফরেনসিক রিপোর্ট নাটোরে, হাতে পায়নি পুলিশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে