নাটোর কণ্ঠ: নাটোরে একই দিনে সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড অর্ধশত পার হয়ে ৫২ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর আগে সর্বোচ্চ ৩৮ জন হলেও আজ এযাবত কালের সমস্ত রেকর্ড ভেঙে গেল।
আক্রান্তদের মধ্যে নাটোর সিভিল সার্জন অফিসের হাফিজুর রহমান ব্যতীত সবাই করোরা আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন অফিস সূত্র নিশ্চিত করেছেন।
এদিকে আজ নাটোর সদর উপজেলায় সর্বোচ্চ ২৭ জন আক্রান্ত হয়েছে যা একই দিনে সদর উপজেলায় রেকর্ড। নাটোর সদরে আক্রান্তদের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের কন্যা ও তার গাড়ীর ড্রাইভার, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক আনাসারুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন ও নাটোর গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য রয়েছেন।
এদিকে বড়াইগ্রামে আক্রান্ত হয়েছেন ১৭ জন। বড়াইগ্রামে বড় দুটি বেসরকারী হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা আজ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাটোয়ারী জেনারেল হাসপাতালের ৬ জন স্বাস্থ্য কর্মী ও আমিনা হাসপাতালের ৮ জন স্বাস্থ্য কর্মী আজ আক্রান্ত হয়েছেন। এছাড়া বনপাড়ার ২ ব্যাবসায়ী ও বড়াইগ্রাম থানার পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া বাগাতিপাড়ায থানার ওসি, পুলিশ সদস্যসহ ৭ জন, ও সিংড়ায় একজন আক্রান্ত হয়েছে।
এনিয়ে জেলায় মোট ৫৪৪জন করোনায় আক্রান্ত হলেন। আর সুস্থ হয়ে উঠেছেন ২২৬জন। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন অফিসের টেকনোলজিস্ট হাফিজুর রহমান জানান, রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাটোর জেলার মোট ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫টি পজেটিভ এবং ৯৭টি নেগেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩ জন পজেটিভ ফলোআপ রিপোর্ট।