নাটোরে চালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
327
নাটোর কন্ঠ : নাটোরে জেলা ওয়াকার্স পার্টির উদ্যোগে চালের বাজারে সক্রিয় সিন্ডিকেট কঠোর হস্তে দমন ও মজুত বিরোধী আইনের সঠিক প্রয়োগের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(০১/১০২০২ইং) সকালে নাটোর শহরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল,সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল করিম,মিজানুর রহমান মিজান প্রমূখ।
পরিচালনায় ছিলেন সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুল আলম। বক্তারা চালের বাজারে সক্রিয় সিন্ডিকেট কঠোর হস্তে দমন ও মজুত বিরোধী আইনের সঠিক প্রয়োগ, চুক্তিবদ্ধ চাল দিতে ব্যর্থ চালকল মালিকদের জামানত বাতিলসহ শাস্তির ব্যবস্থা,সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করা ও ১০টাকা কেজি দরে চাল বিতরণের পরমান বৃদ্ধিসহ কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নিকট প্রদান করা হয়।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধভালোবাসা ও প্রেম -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধগরিব-দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মনির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে