নাটোরে পদ্মা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

0
262
ট্রেন লাইনচ্যুত

নাটোর কন্ঠ : নাটোরের লালপুরে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস (৭৬০) ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার (২৮ আগস্ট ২০২২) বিকেল ৪টা ৫০ মিনিটে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী প্রত্যক্ষদর্শী বাগাতিপাড়ার জাহাঙ্গীর আলম (৩৫) বলেন, ‘পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে বিকেল ৪টার সময় ছেড়ে আসে। আব্দুলপুর স্টেশনে পৌঁছলে ৪টা ৫০ মিনিটে হঠাৎ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’

আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, ‘যাত্রাবিরতিকালে ব্রেক ফেল করে আব্দুলপুর স্টেশনের কাছাকাছি পদ্মা এক্সপ্রেস ট্রেনের সামনের একটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। বিকল্প লাইন থাকায় সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।’

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ‘বিকল্প ইঞ্জিনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবে। উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছালে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার কার্যক্রম চালাবে।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় মাদক বিরোধী জনসচেতনতায় সভা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট এর উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে