নাটোর কণ্ঠ: লালপুরে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কৃষকদের শেষ পর্যন্ত খোঁজ মেলেনি। নদীতে প্রবল শ্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হওয়ায় সোমবার বিকেলে অভিযান বন্ধ ঘোষণা করা হয়। এর আগে নিখোঁজ কৃষকদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো সোমবার ভোরে আবারো অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তবে নদীতে প্রবল শ্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে জানান লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন। এদিকে স্বজনদের না পাওয়ায় নিখোঁজদের পরিবারে এখন চলছে শোকের মাতম ।
রবিবার নাটোরের লালপুরে লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীর চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে নৌকা ডুবে দুই কৃষক নিখোঁজ হয়। নিখোঁজরা উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন।
লালপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে রাজশাহী থেকে ডুবুরীর আরো একটি দল তাদের সাথে যোগ দেয়। অন্ধকার পরিবেশ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে রবিবার রাত ১০টার দিকে উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করে।