নাটোরে মাছের পেটে স্বর্নের চেন : এ যেন রুপকথার গল্প

0
208
nATORE KANTHO

নাটোর কন্ঠ : নাটোরের সিংড়ায় রুই মাছের পেট থেকে স্বর্ণের চেন বের হয়েছে। নাটোর জেলার সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। শ্রী সুশান্ত স্বর্নকার নামে এক ব্যবসাযীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ যেন রুপকথাকেও হার মানালো।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে বিয়াশ বাজার থেকে ১ কেজি ও ৫ কেজি ওজনের ২টি রুই মাছ মো. মফি নামের এক মাছ বিক্রতার কাছ থেকে কিনে বাড়ি নিয়ে যায়। পরে তার স্ত্রী সেই মাছ কাটতে থাকে। ব্যবসায়ীর স্ত্রী মাছটি কুটে ফেলে।

মাছ কাটার পরে মাছের নারী-ভুরী বাহিরে ফেলতে যাবে, এমন সময় দেখতে পায় কি যেন চকচক করছে। পরে দেখেন যে একটা চেন। পানিতে ধোয়ার পরে স্বর্নকার সুশান্ত ডেকে দেখালে সে বলে এটা স্বর্নের চেন। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী উৎসাহ নিয়ে সেই চেন দেখতে ভীড় জমায় ওই ব্যবসায়ীর বাড়ীতে।

সুমান্ত স্বর্ণকার জানান, ‘ওজন করে দেখেছি ১৮ ক্যারেটের ৪আনা স্বর্নের চেন। এলাকাবাসী চেনটি এক নজর দেখার জন্য বাড়িতে ভীড় জমিয়েছেন। সত্য আমিও দেখে অবাক হয়েছি, প্রথমে অবিশ্বাস করলেও পরে পরখ করে সেটা বিশ্বাস করেছি।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে নির্বাচনী আলোচনায় তৃতীয় লিঙ্গের প্রার্থী ‘নদী’
পরবর্তী নিবন্ধকি সব জীবন -দেবাশীষ সরকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে