নাহিদুল ইসলামঃনাটোরের বড়াইগ্রাম রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে দাফন সম্পন্ন করল পুলিশ সদস্যরা। আজ বুধবার দুপুরে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের খদ্দ- কাচুটিয়া গলাকাটা ব্রিজের পুলিশ বক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালে লাশটি সেখানেই পড়ে থাকতে দেখে পুলিশে কে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে করোনা আতঙ্কে কেউ তার মরদেহের কাছে এগিয়ে যায়নি।আমরা নিজেদের টাকায় কাফনের কাপড় কিনে কবর খুঁড়ে তার দাফন সম্পন্ন করেছি। বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলামের নেতৃত্বে জুয়াড়ী ইউনিয়নের ইউপি সদস্য মনিরুল ইসলাম সহ পুলিশ সদস্যদের সহযোগিতায় জানাযা পড়ে দাফন কাজ সম্পন্ন করা হয়। করোনা পরিস্থিতিতে সারাদেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশ।তারই ধারাবাহিকতায় পড়ে থাকা বৃদ্ধের মরদেহ উদ্ধার করে দাফন কাজ সম্পন্ন করে মানবতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন বড়াইগ্রাম থানা পুলিশ।
নাটোরে রাস্তার পাশে পড়ে থাকা মরদেহ পুলিশের উদ্যোগে দাফন
Advertisement