নাটোরে সকল প্রতিবন্ধি বিদ্যালয় এমপিও ভুক্তিকরনের দাবীতে  মানববন্ধন

0
220

নাটোরকন্ঠ : সকল প্রতিবন্ধি বিদ্যালয় এমপিও ভুক্তিকরন এবং প্রতিবন্ধিদের জীবনমান উন্নয়নের দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষকরা।

দুপুরে জেলা প্রতিবন্ধি বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, নাটোর জেলায় অন্তত ১১টি প্রতিবন্ধি বিদ্যালয় রয়েছে। অথচ এসব বিদ্যালয়ের কোন স্বীকৃতি নেই। দিনের পর দিন শিক্ষকরা বিনা পারিশ্রমিকে প্রতিবন্ধিদের শিক্ষা দিয়ে গেলেও তাদের কোন স্বীকৃতি জুটেনি।

স্বীকৃতির তারিখ থেকে বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধার দাবী জানান তারা। মানববন্ধনে নাটোর প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক তহমিনা পারভিন, মাসুম বিল্লাহ ও শরিফুল ইসলাম বক্তব্য দেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় ব্যবসায়ী হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় কলেজ ছাত্র গ্রেপ্তার,ছিনতাইকৃত টাকা উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে