নাটোরে সেরা করদাতা সম্মাননা পেলেন ৭ জন

0
282
nATORE KANTHO

নাটোর কন্ঠ : ২০২০-২০২১ করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নাটোর জেলার সাত জন করদাতা তিনটি শ্রেণিতে সেরা করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন। আজ উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল-২০, নাটোর অফিসে সেরা করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-রাজশাহীর পরিদর্শী যুগ্ম কর কমিশনার মো. মেহেদী হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপকর কমিশনার মো. মফিজুল ইসলাম।

সেরা করদাতা সাত জনের মধ্যে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা তিন জন মীর আমিরুল ইসলাম (জাহান), সুজিত কুমার সরকার, এবং কাজী জাকির হোসেন। দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী দু্ই জন সেরা করদাতা রতন কুমার আগরওয়ালা ও বিশ্বনাথ পালিত।

সর্বোচ্চ কর প্রদানকারী তরূণ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন মো. রোকনুল ইসলাম এবং সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হয়েছেন শাহানাজ পলি। অনুষ্ঠানে করদাতাগণ দেশের উন্নয়নে অবদান রাখতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আজীবন কর প্রদানের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি যুগ্ম কর কমিশনার মো. মেহেদী হাসান করদাতাগণকে অভিনন্দন জানান। এসময় সভাপতি উপকর কমিশনার মো. মফিজুল ইসলাম চলতি অর্থবছরে নাটোর জেলা হতে শত কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচরকতলা -কবি মোহাম্মদ আলী রনজু‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে আ’লীগের সম্মেলনে অমর্যাদাকর আচরণে ক্ষুদ্ধ সাংবাদিকরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে