নাটোরে ১৩৮১ পরিবার পচ্ছেন জমিসহ বাড়ি

0
193
nATORE KANTHO

নাটোর কন্ঠ : নাটোরে দ্বিতীয় পর্যায়ে ১৩৮১টি ভূমি ও গৃহহীন পরিবার মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পাবে। নাটোরে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এই তথ্য জানান।

আজ শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, দ্বিতীয় পর্যায়ে নাটোর জেলায় বরাদ্দকৃত ১ হাজার ৩৮১ টি গৃহের জন্য ২৬ কোটি ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ৬১টি, সিংড়ায় ৬৮টি, গুরুদাসপুরে ১৩৫টি, বড়াইগ্রামে ১৬৬টি, লালপুরে ৫০ টি, বাগাতিপাড়ায় ১২০ টি ও নলডাঙ্গা উপজেলায় ১০ টি ঘরের উপর বরাদ্দ প্রদান করা হয়েছে।

স্থানীয় রাজনীতিবিদদের দিকনির্দেশনায় জেলায় বরাদ্দকৃত ১ হাজার ৩৮১ টি গৃহের নির্মাণ কাজ সমাপ্তির পথে। উপকারভোগীদের নির্বাচন, খাসজমি বন্দোবস্ত, কবুলিয়াত সনদ প্রদানের কাজ চলমান রয়েছে। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি একক গৃহে একটি টয়লেট, একটি রান্নার কক্ষ ও একটি ইউটিলিটি স্পেস রয়েছে।

আশ্রায়ন-২ প্রকল্পের অফিস থেকে প্রেরিত লেআউট ডিজাইন অনুযায়ী ঘরগুলো নির্মাণ করা হয়েছে। আগামী রোববার (২০ জুন) ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব গৃহ বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসন আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য প্রথম পর্যায়ে নাটোর জেলায় সাতটি উপজেলায় ৫৫৮টি গৃহের জন্য ৯ কোটি ৮৪ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত ৫৫৮টি গৃহ নির্মাণ পূর্বক উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা : নাটোর ইউনাইটেড প্রেসক্লাব উদ্বোধন
পরবর্তী নিবন্ধমরিচ গাছের সঙ্গে শত্রুতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে