নাটোরে ২টি বেসরকারি ক্লিনিকে অভিযান, আড়াই লক্ষ টাকা জরিমানা

0
462

নাটোরের বেসরকারি ক্লিনিকে অভিযানে, আড়াই লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নাটোর ,
নাটোরের বেসরকারি ক্লিনিক এর বিরুদ্ধে অভিযানে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে শহরের দুটি বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে এই জরিমানা করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সঙ্গে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মাহবুবুর রহমান প্রমূখ।

সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান আজকের অভিযানের শহরের পশ্চিম বাইপাস এলাকার শুভেচ্ছা হাসপাতাল ও জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদনের চেয়ে বেশি বেড রাখা লাইসেন্স না থাকা, যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকাসহ নানা অনিয়মের কারণে এই জরিমানা করা হয়। এই সকল অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে করোনার ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে প্রচার অভিযান
পরবর্তী নিবন্ধনাটোরে রবিবার থেকে মাস্ক না পড়লে জেল-জরিমানার ঘোষণা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে