নাটোরের কৃতি সন্তান প্রমথনাথ বিশির ১১৯ তম জন্ম দিবস আজ, নাটোরকন্ঠের শ্রদ্ধা

0
948

নাটোরের কৃতি সন্তান লেখক ও শিক্ষাবিদ – রবীন্দ্রচর্চার পথিকৃৎ প্রমথনাথ বিশির ১১৯ তম জন্ম দিবস আজ।
প্রমথনাথ বিশী’র জন্ম জুন ১১, ১৯০১ – মৃত্যু মে ১০, ১৯৮৫। নাটোরের জোয়াড়ি গ্রামে জমিদার পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা নলিনীনাথ বিশী ছিলেন বৃহত্তর রাজশাহী জেলার মধ্যে প্রথম গ্র্যাজুয়েট । তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ব্রাহ্ম বিদ্যালয় বর্তমান শান্তিনিকেতনে পড়াশোনা করেন এবং সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন।কবিতা, ব্যঙ্গ, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও সমালোচনা সহ বিশী বিভিন্ন ধরণের অসংখ্য লেখা লিখেছেন। তাঁর প্রকাশিত উপন্যাসের মধ্যে দেশের শত্রু (১৯২৪), পদ্মা (১৯৩৫), জোড়াদীঘির চৌধুরী পরিবার (১৯৩৮), কেশবতী (১৯৪১), নীলমণির স্বর্গ (১৯৫৪), সিন্ধুদেশের প্রহরী (১৯৫৫),কেরি সাহেবের মুন্সি (১৯৫৮) লালকেল্লা (১৯৬৩) ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য।
তিনি রবীন্দ্রচর্চার অন্যতম একজন পথিকৃৎ। গবেষণার ক্ষেত্রে প্রধানত রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। এক্ষেত্রে রবীন্দ্র কাব্যপ্রবাহ (২ খন্ড, ১৯৩৯), রবীন্দ্র বিচিত্রা (১৯৫৫), রবীন্দ্র নাট্যপ্রবাহ (২ খন্ড, ১৯৬২), রবীন্দ্র সরণী (১৯৬৬) প্রভৃতি গবেষণাগ্রন্থ তাঁর উল্লেখযোগ্য অবদান। তিনি মধুসূদন ও বঙ্কিম সাহিত্যেরও একজন দক্ষ সমালোচক ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত (১৯৫৪), বঙ্কিম সরণী (১৯৬৫) ও মধুসূদন থেকে রবীন্দ্রনাথ (১৯৭৪) তাঁর এ বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ।

নাটোরকন্ঠ পরিবারের পক্ষ থেকে আজকের এই দিনে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রনাম…….

কবি কামাল খাঁ এর টাইমলাইন থেকে

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে করোনাকালীন শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন ক্লাস বিষয়ে সভা
পরবর্তী নিবন্ধগ্রামের সন্ধ্যা- মাসউদ আহমাদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে