নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারপিট

0
284

নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত নিয়ে মারপিট

স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ:নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত জেরে ময়নাল মন্ডল ও তার ছেলে সোহেল রানাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে।

গুরুতর আঘাত প্রাপ্ত ময়নাল জানান, বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামের শরিফা বেগমের কাছ থেকে ১৮ শতাংশ জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকে ১২ শতাংশ জমি ভোগদখল করতে দিলেও ৬ শতাংশ জমি শরিফা বেগমের ছেলেরা জোরপূর্বক দখল করে চাষাবাদ করে আসছে। গতকাল রবিবার সকালে ওই জমিতে বাবু, জাকের, ডাবলু, শফিকুল, মোবারক খলিলসহ অনেকে দলবন্ধ হয়ে জমি চাষ করতে গেলে আমি বাধা নিষেধ করলে তারা আমাকে মারপিট করে। আমার চিৎকারে আমার ছেলে সোহেল এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। স্থানীয়রা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত ডাবলু ফোনে দাবি করেন প্রথমে তারাই আক্রমন করেছে আমরা শেষ করেছি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর সিংড়ায় চৌগ্রাম বাসীর দাবি একটি ব্রিজ!
পরবর্তী নিবন্ধচির অক্ষয় -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে