নাটোরের গুরুদাসপুরের স্কুল শিক্ষিকা লাবনী সেন করোনা আক্রান্ত, দোয়া কামনা

0
929
Korona

নাটোর কণ্ঠ: নাটোরের গুরুদাসপুর উপজেলার রানীগ্রাম-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাবনী সেন করোনা আক্রান্ত হয়েছেন। গত তিনদিন আগে তিনি করোনা আক্রান্ত হন। বর্তমানে লাবনী সেনের টুইন বাবু হওয়ায় বাবার বাড়ি থেকে ফরিদপুর পিটিআই এ ডিপিএড কোর্স করছেন। সরকারি অনুমতি সাপেক্ষে ওই এলাকায় অবস্থান করে পিটিআই ট্রেনিং করছেন বলে জানান ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তার পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায়, শারীরিকভাবে অসুস্থতা দেখা দিলে নমুনা প্রদান করা হয়। পরে তার শরীরে করনা ভাইরাস শনাক্ত হয়। তবে বর্তমানে তিনি ডাক্তারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা গ্রহন করছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। এদিকে তার স্কুল এলাকায় ছাত্রছাত্রীরা তার জন্য প্রার্থনা করছেন যাতে তিনি দ্রুত সুস্থ হন।

প্রাথমিক শিক্ষকদের ১১ তম গ্রেড আন্দোলনের গুরদাসপুর শাখার আহ্বায়ক ও দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান জানান, আমরা শিক্ষক পরিবারের সদস্যরা তার অসুস্থতার খবর পেয়ে মর্মাহত হয়েছি, বিশেষ করে তার টুইন বাবুর দেখাশোনা করা এবং তা নিজের সুস্থতা সব মিলিয়ে আমরা দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই এই প্রার্থনাই করি। এসময় তিনি শিক্ষিকা লাবনী সেন এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সৈনিকলীগের বড়াইগ্রাম উপজেলা সভাপতির ঈদ শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধআবারো বাঁধ ভাঙ্গল, এবার সিংড়া কলকলি বাঁধ ভেঙ্গে ১০ টি গ্রাম প্লাবিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে