নাটোরের দুই উপজেলায় ভোট গ্রহণ চলছে

0
128

নাটোর কন্ঠ : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নাটোরে দুই উপজেলায় ১৩২ ভোট কেন্দ্রে একযোগে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

মঙ্গলবার ( ২১ মে ) সকাল ৮টা থেকে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা।

লালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্রে রয়েছে। মোট ২ লাখ ৩৮ হাজার ৮৪৪ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার ১লাখ ২০ হাজার ৩৮৬ জন এবং নারী ১ লাখ ১৮ হাজার ৪৫৬ জন। ২ জন হিজড়া ভোটার রয়েছেন। এ উপজেলায় তিন পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগাতিপাড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় ৪৮টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ১ লাখ ১৫ হাজার ৯৮৪ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার ৫৭ হাজার ৪৩৬ জন, নারী ভোটার ৫৮ হাজার ৮৪৮ জন ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দিতে আসা আনেছা বেগম নামে এক মহিলা ভোটার বলেন, বাড়ির কাজকর্ম শেষ করে সকাল সকাল ভোট দিতে এসেছি। ভোট দিয়ে বাড়িতে ফিরে রান্না করবো।

ভোট দিতে আসা আসমা বেগম বলেন, সকালে ভোট দিতে এসেছি, এসে দেখি তেমন ভোটার নেই। ৪/৫ জন আমরা ভোটার দাঁড়িয়ে আছে। ভোট শেষে বাড়িতে গিয়ে ধান শুকাতে হবে। সেজন্য সকালে এসেছি।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, নাটোরে দুই উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে প্রতিটি ভোটকেন্দ্র ব্যালেট পেপার পৌঁছানো হয়। মাঠে এক্সিকিউটিত ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মামলা নিতে পুলিশের গড়িমশি : থানা পুলিশকে মামলা নিতে নির্দেশ আদালতের
পরবর্তী নিবন্ধশিয়ালের বিচ্ছিন্ন দেহাংশ : পিছলে সাংবাদিক গুরুতর আহত 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে