নলডাঙ্গা, নাটোর কণ্ঠ:
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়ায় উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বিভিন্ন দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের মাঝে চিকিৎসাকালীন অনুদান বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল রোগাক্রান্ত আট ব্যক্তির হাতে চিকিৎসাকালীন চেক প্রদান করেন। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত ৮ জন ব্যক্তিকে মোট ৪ লক্ষ টাকার নগদ চেকের অনুদান প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন,উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু,নলডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার,ভাইস চেয়ারম্যান আঃআলিম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঃশুকুর,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,জেলা পরিষদ সদস্য এড.আঞ্জুয়ারা পারভীন রত্না প্রমুখ।