নাটোরের বাগাতিপাড়া জামনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-ভিন্নমত ও ভিন্নতাকে সম্মান করি, শান্তিপূর্ণ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে এবং যুব সমাজকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া জামনগর দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে রোজ শুক্রবার জামনগর শাহ্পাড়া বনাম জামনগর রৌসুনগিরিপাড়া যুবকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর সহায়তায় জামনগর দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করে।
শুক্রবার বিকেল প্রধান অতিথি, মোঃ মমিনুজ্জামান সোহাগ, ফুটবল ম্যাচের উদ্বোধনী ঘোষণা করেন।
ম্যাচে রৌসুনগীরিপাড়া দল সাহ্পাড়া দলকে হারিয়ে জয়লাভ করে। ম্যাচ শেষে মো আজিজুর রহমান সভাপতি বাংলাদেশ জাতীয় পার্টি, সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃমমিনুজ্জামান সোহাগ সভাপতি জামনগর বালিকা উচ্চ বিদ্যালয়, । এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ মাহাতাব আলী, মাস্টার ইউনিয়ন আওয়ামিলীগের অন্যতম নেতা, অবিরোধ সাংবাদিক রাজিবুল ইসলাম বাবু, রিপন,বাবু প্রমুখ। বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠায় সকল জাতিগোষ্ঠীকে সহনশীল আচরণ করা, ভিন্নমত ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য উদাত্ত আহবান জানান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।