নাটোরের সিংড়া বাস টার্মিনাল বেদখলে ! ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রী পলকের।ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।

0
399
সিংড়া বাস টার্মিনাল

নাটোর কণ্ঠ : নাটোরের সিংড়ায় উপজেলার কোটি টাকার বাস টার্মিনাল ব্যবহার না করে মহাসড়ক দখলে যানজট! নাটোরের সিংড়া উপজেলার প্রাণকেন্দ্র চার মাথার মোড়, যানজট পূর্ণ প্রধান একটি এলাকা, ট্রাফিক মোড় বলা হলেও অনেক সময় এখানে ট্রাফিক দেখা যায় না। ট্রাফিক থাকলেও মহাসড়কের দুইপাশ জুড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে সারিবদ্ধ বাস।

যাত্রী বাসে উঠানামা করে মহাসড়কের উপরেই। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনাল ব্যবহার করে না কোন বাসের মালিক, শ্রমিকগণ। মহাসড়ক জুড়ে সব সময় সারিবদ্ধ গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য চলমান গাড়ি যাতায়াতে বাধাগ্রস্ত হয়। মাঝে মধ্যেই ঘটে ছোটখাট দুর্ঘটনা।

অভ্যন্তরীণ গণপরিবহন চলনবিল ট্রাভেলস দীর্ঘক্ষন দাঁড়িয়ে আছে মহাসড়কের ওপরে। টার্মিনালের ভিতর প্রবেশ না করে কেন মহা সড়কের উপর দাঁড়িয়ে থেকে যাত্রী উঠানামা করছেন, এমন প্রশ্নের জবাবে চলনবিল ট্রাভেলসের চালক হাবিবুর রহমান হাবিব নাটোর কণ্ঠকে জানালেন, বাস টার্মিনালের ভিতর কোন বাস প্রবেশ করতে দেওয়া হয় না ।ফলে বাধ্য হয়ে আমরা মহাসড়কের উপরেই যাত্রী উঠানামার কাজে ব্যবহার করি।

দূরপাল্লার গণপরিবহন আলিফ ট্রাভেলসের চালক মো. আবুল হোসেন নাটোর কণ্ঠকে জানান, সিংড়া বাস টার্মিনালের ভিতর বাস ঢুকানোর কোনো পরিবেশ নেই। মাইক্রোবাসের দখলে বাস টার্মিনাল। এছাড়াও ভিতরে নির্মাণ করা হয়েছে গ্যারেজ। টার্মিনালের ভিতর প্রবেশদ্বার ও বাহির হবার পথ থাকলেও তা অবরুদ্ধ। তাই আমরা বাধ্য হয়ে মহা সড়কের উপরে ০৫ মিনিট  দাঁড়িয়ে যাত্রী বাসে যাত্রী উঠানামা করাই।

নাটোর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাসান ইমাম নাটোর কণ্ঠকে জানান,অপরিকল্পিতভাবে পৌর কর্তৃপক্ষ বাস টার্মিনালের সামনে মার্কেট নির্মাণ করার ফলে বন্ধ হয়ে গেছে টার্মিনাল। রাজস্ব খাতে আয় বৃদ্ধি হলেও পৌর কর্তৃপক্ষ গলা টিপে হত্যা করেছেন বাস টার্মিনাল।

সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস নাটোর কণ্ঠকে জানান, সিংড়া পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল দফায় দফায় ইতিমধ্যে বহুবার চালু করা হয়েছে। কিন্তু মালিক সমিতির অবহেলা আর স্বেচ্ছাচারিতার কারণে বারবার বন্ধ হয়ে গেছে বাস টার্মিনাল। বাংলাদেশের সমস্ত সেক্টরে চাঁদাবাজি বন্ধ হলেও বন্ধ হয়নি বাস মালিক সমিতির চাঁদাবাজি। তারা বৃহত্তর একটি শক্তি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন তিনি।

এ ব্যাপারে সিংড়া আসনের সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাটোর কণ্ঠকে জানান,বিষয়টি তিনি জানেন না। বিস্তারিতভাবে জেনে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

প্রিয় পাঠক আগামী পর্বে বিশেষ সাক্ষাতকার থাকবে সিংড়া উপজেলা সাংবাদিকদের। টার্মিনালটি কেন বন্ধ আছে? এ বিষয়ে সিংড়া উপজেলার সাংবাদিকরা কেন সংবাদ পরিবেশন করেন না? কি করলে টার্মিনালটি পুনরায় চালু করা যাবে? এ সব বিষয়ে বিস্তারিত জানব সিংড়া উপজেলার সাংবাদিকদের কাছ থেকে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ার সাবেক এমপি আজাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা
পরবর্তী নিবন্ধলালপুরে জলাবদ্ধতা নিরসনে বসন্তপুর বদ্ধ খাল অবমুক্ত, খাল পুনঃ খননের দাবী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে