সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার প্রাণকেন্দ্র চার মাথার মোড়, যানজট পূর্ণ প্রধান একটি এলাকা, ট্রাফিক মোড় বলা হলেও অনেক সময় এখানে ট্রাফিক দেখা যায় না। ট্রাফিক থাকলেও মহাসড়কের দুইপাশ জুড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে সারিবদ্ধ বাস।
যাত্রী বাসে উঠানামা করে মহাসড়কের উপরেই। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস স্ট্যান্ড ব্যবহার করে না কোন বাস মিনিবাস বাসের মালিক, শ্রমিক। মহাসড়ক জুড়ে সব সময় সারিবদ্ধ গাড়ির দাঁড়িয়ে থাকা জন্য চলমান গাড়ি যাতায়াতে বাধাগ্রস্ত হয়। মাঝে মধ্যেই ঘটে ছোটখাট দুর্ঘটনা।
যানজট পূর্ণ সিংড়া উপজেলার প্রাণকেন্দ্র বাস স্ট্যান্ডের সামনে, মহাসড়কে দীর্ঘদিন যাবৎ এমন অবস্থা। সরজমিনে দেখা যায় সেখানে কোন ট্রাফিক নেই। মহা সড়কের দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে আছে বাস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্বের সহিত অতি দ্রুত সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা সিংড়ার সচেতন নাগরিকদের।
বিস্তারিত আসছে….