নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগে ৫০ হাজার টাকার মাছ বিনষ্ট

0
430
Fish

সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগে ৫০ হাজার টাকার মাছ বিনষ্ট

নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগে ৫০ হাজার টাকার মাছ বিনষ্টের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার তাজপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে।

জানা যায়, মাহমুদপুর গ্রামের আলহাজ্ব মো: মকসেদ আলীর পুত্র জিয়াউর রহমান
দীর্ঘদিন থেকে পৈত্তিক দু বিঘা পুকুরে মাছ আবাদ করে আসছেন।

তিনি জানান,তাঁর পুকুরে রুই, কাতলা, সিলভার, ব্রিগেড, মনোসেক্স মাছ চাষ করাকালিন শুক্রবার রাতে কোনো এক সময় কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে। ভোরে পুকুরে গিয়ে মাছ পানিতে ভেসে উঠতে দেখেন। তিনি আরো জানান, এতে করে প্রায় ৫০ হাজার টাকার মাছ বিনষ্ট হয়েছে। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয়রা জানায়, মজিদুল ইসলাম মিঠুর সাথে বিরোধ ছিলো, এজন্য এ ঘটনা ঘটাতে পারে। তবে এ ব্যাপারে মিঠুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষ রোপন
পরবর্তী নিবন্ধঅনলাইন কেনাকাটায় নতুনত্ব নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘BCOS-বন্ধু বাজার’ উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে