নারী ও আদালত- ভাস্কর বাগচী

0
340
ভাস্কর বাগচী

নারী ও আদালত – ভাস্কর বাগচী 

আমাদের দেশে নারী নির্যাতন ও দাম্পত্য ঘটিত সমস্যার একাধিক আইন ও আদালত চালু আছে। যেমন – যৌতুক দাবীর অপরাধে যৌতুক নিরোধ আইন, আবার পারিবারিক সহিংসতা আইন, ভরন পোষন ও দেনমোহর আদায়ে পারিবারিক আইন, আবার শারিরিক নির্যাতনের জন্য নারী শিশু নির্যাতন দমন আইন। আমরা যারা এসব আইনের নিয়মিত অনুশীলন করি তারা বুঝতে পাড়ি এটাকে যদি “ওয়ান আমরেলা সার্ভিস ” এর মত এক আদালতে সব সমাধান চালু করা যেত, তবে দেশে বিশাল এক অসহায় ভুক্তভুগী যে নারী সমাজ আছে, তাদের অনেক উপকার হত! আইনগত কারনেই একই বিষয়ে একজন নারীকে একহালি আার্জি নিয়ে চার চারটি আদালতে যেতে হয়।

দেশের অধিকাংশ নারী অর্থনৈতিকভাবে সাবলম্বী নন, আবার বিনামুল্য আইনগত সেবাও অপ্রতুল! তাছাড়া আমাদের দেশের বাস্তবতায় এটা যে, একজন অসহায় নারীর জন্য কি কঠিন বিষয়! তা ভুক্তভুগীগন ব্যতীত আর কেউ ভাল বুঝবেন না। দেশে আদালত পাড়ার ভাষায় নারী ও শিশু আদালত নামে একটি বিশেষ আদালত আছে। এখানে যদি এসংক্রান্ত সকল বিবাদের একযোগে বিচার করা যেত, তবে একদিকে অসহায় নারীগন কম হয়রানী হত অন্য দিকে মামলা জট কমাতে এমন সিদ্ধান্ত বিশেষ ভুমিকা রাখতো। দেশে নারী বান্ধব যে সকল আইন আছে ; তা সময়ের সাথে সাথে যুগোপযোগী করা দরকার। আরো দরকার সাক্ষ্য আইন সহ প্রয়োগগত আইন গুলির সংস্কার। এটা আমাদের ভুলে গেলে চলবেনা সমাজের ডাক্তার আদালত, আইন তার ঔষধ। সমাজ অসুস্হ্য হলে চাই তার নতুন নতুন রোগের নতুন ঔষধ।

 ০৫/৬/২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধনাটোর শহরের পটুয়াপাড়া থেকে গৃহবধু নিখোঁজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে