নিঃশব্দ শিশির
কবি বনশ্রী বড়ুয়া
একবার দু’চোখ তুলে তাকাও…
লাল টিপের গভীরে লজ্জাটুকু চুষে নিতে দাও,
উদীয়মান রবির লাজুক আলোয়
বেদুইন হৃদয়ে একবার সূর্যোদয় হোক…
একবার দু’চোখ তুলে তাকাও…
এসো,শাড়ির আঁচল আঁকি বিহঙ্গের ডানা,
ঘোর অমাবস্যার গহীন কোণে মৃত শহরের
চৌরাস্তা পেরিয়ে নিবিড় আহবানে
আরও একবার হতে দাও মাতাল ডাকু….
একবার দু’চোখ তুলে তাকাও
কোমল ওষ্ঠ বেয়ে যে স্রোতস্বিনী
নেমে এসেছে কৃষ্ণচূড়ার বনে,
সেখানে আনতে দাও শ্রাবণ সন্ধ্যা,
একবার ভিজিয়ে দেই তোমায়…
একবার দু’চোখ তুলে তাকাও…
অজ্ঞাত সমুদ্রের পাড় ঘেঁষে
উন্মাদ ব্যাথাদের
একবার দিগন্ত ছুঁতে দাও,
অসংখ্য নির্ঘুম রাত্রির বুকে
শব্দহীন ঝড় আর অভিমানের খেয়ায়
এনে দেই কিছু ভালোবাসাময় শিশির।
শ্রী…
Advertisement